টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণের ফলে এক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
প্রতিবন্ধী কিশোরীর ভাই জানায়, আনোয়ার আমার বোনের প্রতি কুনজর দিয়েছে। প্রতিবেশী হওয়ায় আনোয়ারের ছোট্ট ছেলেকে দেখতে এবং আদর করতে তার বাড়িতে যেত আমার বোন। সেই সুযোগে আনোয়ার তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বর্তমানে সে সে ছয় মাসের অন্তঃসত্ত্বা। ধর্ষক আনোয়ারের ফাঁসি চাই।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মেয়ের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পরে আনোয়ারকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল