বাস যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করে নিতো তারা। এমন আরেক ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও একটি বাসসহ দুই ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী মায়ের মসজিদ এলাকা থেকে ধাওয়া করে তাদের আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ চরপাড়া এলাকার জামাল উদ্দীনের ছেলে নয়ন (৪০) ও বড়বিলা বাবুখালি এলাকার আক্কাস আলীর ছেলে লিটন (৪২)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শনিবার রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ভালুকা মডেল থানা পুলিশ দুই ডাকাতকে আটক করেছে। তাদের নামে আগে থেকেই আরও ৬টি মামলা রয়েছে। ডাকাত দলের সদস্যরা বাসের চালক ও হেলপার।
এই চক্রটি রাতের বেলায় বাসে যাত্রী উঠিয়ে তাদের জিম্মি করে সর্বস্ব লুট করে নিতেন। এসময় পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি বাস জব্দ করেছে। আটক দুই ডাকাতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই