১০ এপ্রিল, ২০২৩ ১১:২৭

শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাদারীপুর প্রতিনিধি

শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় কাবুল বেপারী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কাবুল বেপারী উপজেলার রাজারচর তাহের বেপারির কান্দি এলাকার মৃত মোসলেম বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

জানা গেছে, সোমবার সকালে পাঁচ্চর সংলগ্ন এক্সপ্রেসওয়ে পার হবার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। 

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, পাঁচ্চর যাত্রী ছাউনী সংলগ্ন সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর