ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে মো. রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর এলাকা সংলগ্ন কাঠ বাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. রানা উপজেলার মনকাশাইর গ্রামের চুনু মিয়ার ছেলে। আটককৃত রানা মিয়াসহ জড়িতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
দুপুরে আটককৃত রানা মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কসবা থান পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলেও হাতে নাতে ধরা পড়ে মো. রানা। এসময় তার সাথে থাকা একই গ্রামের কালা মিয়া (৩০), আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ফারুক মিয়া (৪২) আক্তার হোসেনসহ (৪০) অন্যরা পালিয়ে যায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় আটককৃত রানা মিয়া। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতিতে ব্যবহৃত ২টি রাম দা, একটি বড় ছুরি ও একটি বড় রড উদ্ধার করে পুলিশ।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে রানাকে আটক করা হয়েছে। তার নেতৃত্বে এখানে বেশ কিছুদিন ধরে ডাকাতি সংঘটিত হতো বলে রানা স্বীকার করেছে। অভিযানকালে অন্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম