মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে র্যাব-৪। রাজধানীর বাড্ডা এলাকা থেকে সোমবার ভোরে র্যাব-৪-এর একটি দল তাকে গ্রেফতার করে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বালিরটেক বাজার এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা চেষ্টা করে রাজু আহম্মেদ ও তার সহযোগীরা।
গ্রেফতার রাজু আহম্মেদ সদর উপজেলার ভাড়ারিয়ার খাবাশপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে খাবাশপুর এলাকার কিশোর গ্যাংয়ের লিডার।
সোমবার বিকেলে র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
বিডি প্রতিদিন/এমআই