কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় ২০/৩০টি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। লুটপাট করা হয় বেশ কয়েকটি দোকানে।
রবিবার রাতে শহরের পঞ্চবটি বউবাজার এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব শহর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইট-পাটকেলের আঘাতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাছান আহত হন। ভাঙচুর করা হয় উপ-পরিদর্শক মনিরুজ্জামানের ব্যবহৃত মোটরসাইকেলটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে পঞ্চবটি বউবাজার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কাউসার মিয়ার ছেলে সজিবের পায়ে গোবর লাগে। এটি দেখে হাসাহাসি করে একই এলাকার সৌদী প্রবাসী মামুন মিয়ার ছেলে নোবেল। এ নিয়ে দুজনের মাঝে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে দেন।এ খবর উভয়ের বাড়িতে পৌঁছালে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের সমর্থকদের ২০/৩০টিরও বেশি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। লুটপাট করা হয় বেশ কয়েকটি দোকানে।
এ বিষয়ে ভৈরব শহর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে এএসআই হাছানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটে। পরে স্থানীয় পৌর কাউন্সিলরের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়।
বিডি প্রতিদিন/এএম