কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নে ‘ধরলা আশ্রয়ণ প্রকল্পের’ বাসিন্দারা সরকারের দেওয়া ঘরের পরে পেলেন পুকুরে চাষ করা মাছ। এতে অনেক খুশি তারা। ওই প্রকল্পের আওতায় অবস্থিত দুটি খাস পুকুরে সোমবার দুপুরে দেশীয় প্রজাতির ১৬ মণ মাছ উত্তোলন করা হয়। এরপর তা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩৬ জনের প্রত্যেককে ৪ কেজি করে মাছ বিতরণ করা হয়।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অনার্স পড়ুয়া সহোদর দুই বোন রাবেয়া ও হাবিবা জানান, প্রধানমন্ত্রী আমাদের থাকার জন্য ঘর দিয়েছেন। এর মধ্যে খাবারের জন্য চাল পেয়েছি। আজ পেলাম মাছ। এখানে বিদ্যুতের আলোতে পড়াশোনা করতে পারি।
সদর উপজেলা মৎস্য অফিসার ইশমত আরা জানান, ছয় মাস আগে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এখানকার আশ্রয়ণ প্রকল্পের দেড় একরের দুটি পুকুরে ১৪০ কেজি দেশীয় মাছ অবমুক্ত করা হয়। এছাড়াও এখানকার ৪০ জন নারীকে আত্ম-কর্মসংস্থান ও মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। ফলে অনেক পরিবার হাঁস-মুরগি ও বাড়ির চারপাশে ছোট্ট পরিসরে সবজি বাগানের উপর ঝুঁকে পড়ছে। বিশাল আয়তনের এই পুকুর দুটিতে মাছ চাষের মাধ্যমে এই পরিবারগুলো যাতে স্বাবলম্বী হতে পার, এজন্য সরকার সব ধরনের সহযোগিতা করছে। আমরা আশা করছি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলো ক্রমেই নিজের পায়ে দাঁড়াতে পারবে।সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান জানান, রমজানের এ সময়টাতে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলো মাছ পেয়ে ভীষণ খুশি হয়েছেন। তাদের এর পাশাপাশি যারা চাচ্ছেন, তাদের আত্ম-কর্মসংস্থানের চেষ্টা করা হচ্ছে ও সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই