প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদ উপহার নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার দিনব্যাপী বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক অসহায় দরিদ্রের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, তেল, চিনি, ডালসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করেন তিনি।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আহসান হাবিব বাধন, নাইমুর রাজ্জাক তিতাস।
বিডি প্রতিদিন/এমআই