১২ এপ্রিল, ২০২৩ ১৬:১৬

রংপুরে গাঁজাসহ ৫ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে গাঁজাসহ ৫ নারী গ্রেফতার

রংপুরে গাঁজাসহ নারী মাদক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে নগরীর লালবাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের জিন্না বেগম,আরজিনা বেগম,জোহরা বেগম, মনোয়ারা বেগম ও ইছপা বেগম শরীরের বিভিন্ন অঙ্গে বিশেষ কায়দায় গাঁজা বহন করে রংপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাসি করে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। 
 
মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই গোলাম মোর্র্শেদ শান্ত বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর