ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চর চাঁদপুর বাজারকান্দি গ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৪টি পরিবারের ৯টি ঘর ও মূল্যবান আসবাবপত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চর চাঁদপুর গ্রামের শেখ মাওলা, শেখ কাউছার, শেখ মোস্তফা ও শেখ রহমানের বাড়ীর ৪টি বসত ঘর, গোয়ালঘর ও রান্না ঘরসহ ৯টি ঘর পুড়ে গেছে। স্থানীয়রা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারন কেউ জানাতে পারেনি।
আগুনে বসত ঘর পুড়ে যাওয়ায় ৪টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে। ভাষানচর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউসার বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছেনা। আগুনে ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে রয়েছেন। ক্ষতিগ্রস্থদের সাধ্যমতো সাহায্য করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম