মাগুরা জেলা জজ আদালত চত্বরে আম্রবাগানে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক আবু নাসের বেগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসান জাহিদ, মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পাবলিক প্রসিকিউটর কাজী এস্কেন্দার আজম বাবলু, জিপি মাহাবুব মোর্শেদ বাবলা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দেশের প্রতিটি জেলার জজ আদালতে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য সরকার আমাদের প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা থেকে প্রতিটি জেলায় ৫০ লাখ টাকা খরচ করতে পারবো। আমার মনে হয় অতি সাধারণ মানুষ, যারা আদালতে আসবে তাদের উপকারে আসবে।
প্রধান বিচারপতি পরে আদালত চত্বরে একটি লিচু গাছ রোপণ করেন। এছাড়া বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/এমআই