বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে ফল কিনে জাল টাকা দেয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনার সময় তার কাছ থেকে ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করে তারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আটক সিদ্দিক হাওলাদার ওই উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মো: আফতাব হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, সেনেরহাট বাজারে টিপু হাওলাদারের দোকানে ফল কিনে ১ হাজার টাকার একটি জাল নোট দেয় সিদ্দিক। দোকানীর টাকার নোট দেখে সন্দেহ হয় এবং তাকে আটক করে থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক(তদন্ত)মো: তৌহিদুজ্জামান জানান, সিদ্দিক হাওলাদার একজন জাল টাকা ব্যবসায়ী। ৪/৫ মাস আগেও সে জাল টাকাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল। জেল থেকে বের হয়ে আবারও জাল টাকা ব্যবসা শুরু করে সে।
সেনেরহাট থেকে জাল টাকাসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম