পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের সহযোগিতায় ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান প্রদান করা হয়।
বুধবার সকালে আর্ন অ্যান্ড লিভের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুমারখালীর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সুবিধা বঞ্চিত কুষ্টিয়া জেলার ৩০টি মসজিদের ইমামদের প্রত্যেকের মাঝে উপহার সামগ্রীর পাশাপাশি ৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আর্ন অ্যান্ড লিভ সংগঠনের প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুণ। সাংবাদিক মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুর রফিক, জুলফিকার আলী হিরো ও তুহিন সেখ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কুষ্টিয়া জেলা টিমের সদস্য মাসুদ রানা, মোমিন হোসেন ডালিম, রিগান, আজিজ, পারভেজ, জাকারিয়া, তালহা, আলিম, মুমিন, জাহাঙ্গীর প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই