বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বগুড়া ডিবির ইনচার্জ (পরিদর্শক) সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টায় বগুড়া সদরের তিনমাথা এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটক দুজন হলেন-মো. জাহাঙ্গীর ইসলাম ওরফে সাগর (২৪) ও মো. শাকিল হোসেন (২৫)। উভয়ের বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জের ভোটমারি সদরপাড়ায়।
এর আগে একই দিন বিকেলে গাবতলী উপজেলা ডিবির অপর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার আটবাড়িয়া গ্রাম থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-শেখ সাদী টিটু (৩৫) ও লিটন প্রামানিক (২৮)। দুজনের বাড়ি গাবতলীর সরধন কুটি গ্রামে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই