জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষে রাস্তা ঘাট উন্নয়ন করছে সরকার। গ্রামের কোনো রাস্তা আর কাঁচা থাকবে না।
বুধবার দুপুরে ক্ষেতলাল ও কালাই উপজেলার প্রায় ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। প্রত্যেক মানুষের আয় বেড়েছে।
সড়ক উদ্বোধনকালে জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম