১২ এপ্রিল, ২০২৩ ১৮:৫৩

মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের ঈদ উপহার সামগ্রী প্রদান

বাগেরহাট প্রতিনিধি


মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের 
ঈদ উপহার সামগ্রী প্রদান

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মোংলা বন্দরের ৩৮০০ শ্রমিক-কর্মচারীদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা কাষ্টমস এজেন্টস এ্যাসোসিয়েশন এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার দুপুরে শ্রমিক-কর্মচারী এ খাদ্য সহায়তা দেয়া হয়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খাদ্য সহায়তা প্রদান করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। অনুষ্ঠানে মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এমএ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, মো. মহসিন, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, উপদেষ্টা এসএম মোস্তাক মিঠু, সদস্য এইচ এম দুলাল ও মোংলা কাষ্টমস এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসাইন খাঁন উপস্থিত ছিলেন। 

মোংলা বন্দরের শ্রমিক- কর্মচারীদের ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ১ লিটার তেল, সেমাই ২ প্যাকেট, সাবান ১ পিস, গুড়ো দুধ ৫০০ গ্রাম ও লবণ ১ কেজি।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, মোংলা বন্দরে এখন স্বর্ণ যুগ চলছে। পদ্মা সেতু চালু হওয়াতে চট্টগ্রামের তুলনায় মোংলা বন্দরে থেকে ঢাকার দূরত্ব ১০০ কিলোমিটার কমে গেছে। এখন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় মোংলা বন্দর থেকে পণ্য ঢাকায় পৌঁছে যাচ্ছে। রেল চালু হলে বন্দরের কর্মযজ্ঞ আরও বাড়বে। সরকারের সদিচ্ছায় বন্দরকে ঘিরে নানা প্রকল্পের কাজ চলমান রয়েছে। শ্রমিক-কর্মচারীই এই বন্দরের বড় শক্তি। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোংলা বন্দরকে আরও এগিয়ে নিতে হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর