জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির নিজের ১৫ মাসের ভাতা অসহায়দের মাঝে বিতরণ করে দিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার মাতাপুর চার মাথার মোড়ে ১৫ মাসের বেতন এক লাখ ৫২ হাজার ৫০০ টাকা ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র ৩০৫ জনকে বিতরণ করেছেন চেয়ারম্যান।
এ সময় জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মাজারুল ইসলাম লিটন, রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল সোনার ও ইউপি সদস্য বিপুল চন্দ্র, সাইদুল ইসলাম সানু ও নারী ইউপি সদস্য আইরিন আক্তার উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আহসান কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে যেভাবে কাজ করছেন, তার দেখে আমি চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার। আমার ১৫ মাসের সম্মানী ভাতা কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার।
বিডি প্রতিদিন/এমআই