হবিগঞ্জের লাখাই উপজেলার মকসুদপুর গ্রামে ধান কাটা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।
আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র। শুক্রবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, গ্রামের একটি বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার বিরোধ চলছিল। সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল জলিল।খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ পরিদর্শক চম্পক ধাম জানান, সংঘর্ষে আব্দুল জলিল নিহত হয়েছেন। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল