১৪ এপ্রিল, ২০২৩ ১৭:০৩

শেরপুরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরে শান্তিপূর্ণ ভাবে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে  জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলায় এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক ও জেলা প্রশাসক সাহেলা আক্তার। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলায় একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অন্যান্য উপজেলাতেও ১লা বৈশাখ পালনের খবর পাওয়া গেছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর