পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় ভাড়া বাসার নিজ ঘর থেকে সুবর্ণা খাতুন নামে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের নতুন ট্রাফিক মোড় এলাকার ভাড়া বাসার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ঈশ্বরদীর দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড় এলাকার দিরাজ উদ্দিনের বাড়ির দোতালায় স্বামীর সাথে বাস করতেন সুবর্ণা।
প্রায় ২০ দিন আগে স্বামী স্ত্রীর মনোমালিন্যের কারণে তাদের দু'জনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ওই বাড়িতে কয়েকদিন ধরে একাই বসবাস করতেন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দোতালার ওই ঘর থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক দোতালার ঘরে গিয়ে ডাকাডাকি করেন। একপর্যায়ে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ