১৪ এপ্রিল, ২০২৩ ২০:৩৪

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুটকি ব্রিজ এলাকায় ট্রাক, পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন জেলার আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার পুত্র মজনু মিয়া (৫০) ও নুর জাহান বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শুক্রবার বিকেল ৫ টার দিকে সুটকি ব্রিজ এলাকায় ট্রাক পিকআপ ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যায়। তার পুরো পরিচয় একনও পাওয়া যায়নি।

তিনি বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর