পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীর সদর উপজেলায় ১০ হাজার অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা কেউ না খেয়ে থাকবে না-সে লক্ষ্যেই কাজ করছেন সরকার।
চাল বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই