টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত কয়েকদিনের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চোর সদস্যরা হলেন-সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার কুরকি গ্রামের মজিবর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম সিকদার ওরফে সোহেল (৪০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রমজান আলী ওরফে রাসেল (৩৬), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রপিয়াট গ্রামের মো. জব্বর মন্ডলের ছেলে আব্দুস সালাম (২২) ও সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার লতারগাও গ্রামের মো. জাহেদ আলীর ছেলে মো. সেলিম (৩১)।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, ১০ মার্চ আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিকের মোটরসাইকেল চুরি হয়। ওই সময় সিসিটিভি থেকে প্রাপ্ত ফুটেজ নিয়ে আসামিদের স্থানীয় এজেন্টকে শনাক্ত করা হয়।
পরে তার দেয়া তথ্যমতে ভিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার গাজিপুর জেলার জয়দেবপুর উপজেলার সালনা এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার চার চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই