১৮ এপ্রিল, ২০২৩ ১৯:০৪

সিদ্ধিরগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে মেসার্স আলা হযরত এন্টারপ্রাইজ উদ্যোগে ১২৫৫ জন পরিবারের মাঝে গোদনাইল এসওরোড এলাকাস্থ মেঘনা ডিপো শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

মেসার্স আলা হযরত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শ্রমিক নেতা মো: আশরাফ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উক্ত ঈদ সামগ্রী  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান (মতি)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সভাপতি রুহুল আমিন মন্ডল, সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাষ্টার, সমাজ সেবক বাচ্চু মিয়া, ট্যাংকলরী টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি হাজী মতিউর রহমান মন্ডল, গোদনাইল পদ্মা ডিপো ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন,  ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক এ আর মহসীন, কমিউনিটি  পুলিশিং কমিটির সভাপতি রুহুল আমিন রনি প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর