ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা দুটি প্রাইভেট কার এবং এক নারীসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কসবা থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে, বিনাউটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় ও কসবা পৌর এলাকার শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় পুলিশ খাদলা গ্রামের আয়েশা বেগমের গোয়ালঘর থেকে ২৭ কেজি গাজা একটি ওয়ালটন সিসিটিভি মনিটর ও চারটি সিসিটিভি ক্যামেরা, সৈয়দাবাদ এলাকার মহাসড়ক থেকে একটি পরিত্যক্ত প্রাইভেট কারসহ ১০ কেজি গাঁজা এবং শাহপুর থেকে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার খাদলা গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আয়েশা বেগম (২৬), পৌর এলাকার শাহপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো.সাত্তার মিয়া (২৮) ও সেলিম মিয়া (৩২)। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৯ কেজি গাজা চারটি সিসিটিভি ক্যামেরা ও একটি মনিটর উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত ২টি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মাদক কারবারী আয়েশা বেগম সিসিটিভি মনিটর দ্বারা অপরিচিত লোজকনের আসা-যাওয়া পর্যবেক্ষন করে মাদক ব্যবসা পরিচালনা করতো। আটককৃতদের মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম