১৯ এপ্রিল, ২০২৩ ১৬:০৭

বরিশালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে নানা আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে জেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগ সভাপতি সাইফুল আলম গিয়াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি মজিবুর রহমান, জেলার সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সদস্য সিদ্দিকুর রহমান আকন ও সদস্য সালমা আক্তার প্রমুখ।

বক্তারা বরিশাল সিটির উন্নয়নে আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর