১৯ এপ্রিল, ২০২৩ ১৯:৩৩

বগুড়ায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান

ছবি- বাংলাদেশ প্রতিদিন

বগুড়া শহরের শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শহরের চারমাথায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের উদ্যোগে ওয়ার্ডের ৫২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এসব উপহার বিতরণ করা হয়। 

ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, চিনি, দুধ, লুঙ্গি এবং নগদ টাকা দেওয়া হয়। বিতরণকালে পৌরসভার সাবেক প্যানেল মেয়র, শ্রমিক নেতা সামছুদ্দিন শেখ হেলাল, গোদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম, কেন্দ্রিয় বাস টার্মিনাল মসজিদের ঈমাম শাহাদত হোসেন, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এরশাদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, আমাদের সমাজের সন্মানিত ব্যক্তি হচ্ছে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা। তারা সারা বছর আল্লাহ’র ঘর সমজিদে নামাজ আদায় করান এবং মসজিদের খেদমত করেন। কিন্ত সেই অনুযায়ী তাদের খুব বেশি সম্মানী দেয়া হয় না। এ কারণে বিগত কয়েক বছর থেকেই আমি চেষ্টা করছি তাদের জন্য কিছু করার। আগামী দিন গুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

উপহার বিতরণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ জাতির কল্যানে দোয়া করা হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর