বরগুনা পৌরসভার ব্যবস্থাপনায় আজ সকাল ৮ টায় ঈদুল ফিতরের প্রধান জামাত বরগুনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মুফতি জাহিদুল ইসলাম। জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, সাবেক মেয়র শাহদাত হোসেনসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশা ও বয়সের হাজার হাজার মুসুল্লি অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৮ টায় পৌরসভার ব্যবস্থাপনায় ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হয় আবুল হোসেন ঈদগা মাঠে।
এছাড়াও পুলিশ লাইন মাঠে, জেলা কারাগারে এবং ৪টি পৌরসভা এবং বামনা উপজেলা পরিষদের উদ্যোগে পৃথক পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন