কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সোহবান (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত সোহবান কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের মো. লিপটন ব্যাপারীর ছেলে। শনিবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সোহবান তার সমবয়সী আরও দুজনকে মোটরসাইকেলে নিয়ে দাশেরহাট বাজার থেকে ছিনাই বাজার যাচ্ছিল। এ সময় ছিনাই বাজারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সোহবান নিহত হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। খোঁজ খবর নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ