শিরোনাম
২৩ এপ্রিল, ২০২৩ ১০:২৮

ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

কালিয়াকৈর প্রতিনিধি

ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের ঢাকার দিকে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ নেই মহাসড়ক ফাঁকা রয়েছে। স্বস্তির ঈদযাত্রার পর প্রিয়জনের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে। ভোগান্তি এড়াতে কেউবা ঈদের পর বাড়ি যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে যানজট নিরাসনে কাজ করছে।

সবুজ মিয়া জানান, রংপুর থেকে চন্দ্রা এসে পৌঁছেছি রাস্তায় কোথাও যানজট দেখা মেলেনি। ঈদ শেষ করে আগেই এসেছি যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
সালনা থানার ওসি আতিকুর রহমান জানান, ঈদের আগে যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ কাজ করেছে এবং  ঈদের পরেও যানজট নিরসনের জন্য পুলিশ মোতায়ন রয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর