টাঙ্গাইলের মধুপুরের সড়কের পাশের খাদে অজ্ঞাত (১৭) কিশোরের লাশ পাওয়া গেছে।
আজ ভোরে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজের পূর্বপাড়ের উত্তর পাশের খাদে পড়ে ছিল লাশটি।
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
দুর্বৃত্তরা ঈদের রাতে মেরে তার লাশ সড়ক থেকে ২০-২৫ ফুট নিচে খাদে ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন