পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু'পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। আজ সকালে মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামে এই সংঘর্ষের ঘটে।
অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর গণমাধ্যমে জানান, এলাংজানি গ্রামের একটি পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে চাষ করছিল।
অন্যপক্ষ সকালে পুকুরে মাছ মারতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষ বেধে গেলে এতে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে উল্লাপাাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/এএ