সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একই সময়ে মুকিদ মিয়া (২৫) নামে আরও একজন কৃষক আহত হয়েছেন। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে ও আহত মোকিদ মিয়া (২৫) একই গ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও গোলাঘাট হাওরে ধান কাটতে যায় তারা। কিন্তু আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি, ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। ফলে কৃষকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে পরিবারের অন্যদের সঙ্গে যাওয়া রমজান মিয়া নিহত হন ও মোকিদ মিয়া (২৫) গুরুতর আহত হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার গণমাধ্যমে জানান, বজ্রপাতে একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএ