চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক আসমাউল হোসেন (১৭) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে দর্শনা রামনগরের গাজীরদোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘরে। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টায় মারা যান আসমাউল।
নিহত আসমাউল দর্শনা করিমপুর গ্রামের শহিদুল ইসলামের একমাত্র ছেলে ও দর্শনা ডিএস ফাজিল মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র।
দর্শনা থানা পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে আসমাউল হোসেন বন্ধুদের সাথে কার্পারাডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় রামনগর গাজীরদোয়া এলকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিঙের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা দিকে মারা যান আসমাউল হোসেন।বিডি প্রতিদিন/হিমেল