২৩ এপ্রিল, ২০২৩ ১৫:০৫

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শ্রীমঙ্গল( মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজারে বজ্রপাতে শ্রীমঙ্গলে একজন ও কমলগঞ্জে একজন নিহত হয়েছেন। এসময় বজ্রপাতে একটি গরু মারা যায়।

রবিবার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই রিয়াজ উদ্দিন নামে একজনের মৃত্য হয়েছে। এসময় একই এলাকার হায়দার মিয়া নামে আরেকজন গুরুতর আহত হন। তকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া কমলগঞ্জের মঙ্গলপুরে বজ্রপাতে সোম শব্দকর নামে একজন মারা গেছেন। এসময় তার একটি গরু বজ্রপাতে মারা যায়।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মিঠুন জানান, নিহতের দাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা পৌঁছে দিয়েছেন। পরে আরও সহযোগিতা পৌঁছে দেবেন। আর আহত ব্যক্তির চিকিৎসা সরকারিভাবেই করা হবে।

কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনি সকালে ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের কাছে সহযোগিতা পৌঁছে দেবেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর