পিরোজপুরের নেছারাবাদে নিজের হাত কেটে প্রেমিকার নাম লিখে মো. এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বজনরা।
শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ওই যুবককে তার ঘরে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মঘাতী ওই যুবকের নাম ইয়াসিন (১৯)। সে উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গুচ্ছ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল হোসেনের ছেলে। এলাকায় অটোরিকশা চালাতেন তিনি।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ। তিনি বলেন, কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা তদন্ত ছাড়া বলা যাবে না। রবিবার (২৩ এপ্রিল) ময়নাতদন্তের জন্য তার মরদেহ পিরোজপুরে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গুচ্ছ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন, ওই যুবকের হাতে একটি মেয়ের নাম লেখা ছিল। যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে প্রেমজনিত কোনো কারণে ছেলেটি আত্মহত্যা করতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ