ফরিদপুরের নগরকান্দায় এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের মানিকনগর ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই নারী শ্রমিকের নাম মনিরা বেগম (২৭)। সে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। সে বাখুন্ডা করিম জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে ব্রীজের নিচে ওই নারীর লাশটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মুখে, বুকেসহ বিভিন্ন স্থানে গভীর ক্ষত দেখা গেছে। ধারনা করা হচ্ছে- ধর্ষণ শেষে তাকে নৃশংসভাবে হত্যা করে লাশটি ব্রীজের নিচে ফেলে দেওয়া হয়েছে।
তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে পুলিশকে খবর দেন। ওই নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ