জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর গামারিয়া এলাকায় ব্যবসায়ী ফেরদৌস হাসানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমাবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ও পরিবারবর্গের আয়োজনে জামালপুর-দেওয়াানগঞ্জ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ফেরদৌস হাসানের বড় ভাই আমজাদ হোসেন, নিহতের স্ত্রী নাজমা বেগম, ছেলে নাফিজ মিয়া, শফিকুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা দেওয়ানগঞ্জের উত্তর গামারিয়া এলাকার চাঞ্চল্যকর ব্যবসায়ী ফেরদৌস হাসানের হত্যায় জড়িত তার সাবেক স্ত্রী মোরশেদা আক্তার মিষ্টি, সহযোগী আনোয়ার হোসেন, মোঃ সজিব, অপু মিয়া, তপু মিয়া, সেলিম ও হালিমকে করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির জোর দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গামারিয়া বাজারে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ