নেত্রকোনায় ঈদের দিন থেকে শুরু করে জেলায় পৃথকভাবে সড়ক দুর্ঘটনায় গত ৫৬ ঘণ্টার ব্যবধানে ৬ জন নিহত হয়েছে। ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) বিকালে টিকটক করতে গিয়ে কলমাকান্দার সীমান্ত পাঁচগাও পাতলাবন যেতে বউ বাজার নামক স্থানে মোটরসাইকেল সংঘর্ষে তিন কিশোর নিহত হয়। পরদিন রবিবার (২৩ এপ্রিল) রাতে মোটরসাইকেল চাপায় নেত্রকোনা সদরের বালি এলাকায় ষাটোর্ধ এক নারী নিহত হন। সোমবার (২৪) এপ্রিল সকালে সাড়ে নয়টায় নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের সদরের কান্দুলিয়ায় পিকআপ সিএনজি সংঘর্ষে দুজন নিহত হন। আহত হয় আরও দুজন।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, একটি মোটরসাইকেল খারনৈ ইউনিয়ন থেকে বের হচ্ছিল। অপর মোটরসাইকেলটি লেঙ্গুরা থেকে পাতলাবন যাচ্ছিল। এসময় দুই মোটরসাইকেলে থাকা জিগাতলা গ্রামের মো. আবু বকর (১৪), মো. মাসুম মিয়া (১৫) এবং একই উপজেলার বামনগাঁও গ্রামের মো. সুমন মিয়া (১৫) মারা যায়। এই দুর্ঘটনায় আহত আরও দুজনকে ময়মনসিংহে পাঠায় চিকিৎসক।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, শহরের ধারিয়া এলাকার আরজ আলীর স্ত্রী মেয়ের বাড়ি বালি গিয়ে রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল চাপায় আহত হয়ে রাতে হাসপাতালে মারা গেছেন। সোমবার নেত্রকোনা মোহনগঞ্জ সড়কে মাছবাহী পিকাপ সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত হন। একই দুর্ঘটনায় আহত দুই যাত্রী জেসমিন ও তার মেয়ে মুক্তা হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজি চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানের চালক শিপলু বর্মনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল