২৫ এপ্রিল, ২০২৩ ১২:১৭

খুলনায় পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

খুলনার দৌলতপুরে বিএল কলেজের পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল জানান, কলেজ কর্তৃপক্ষ মরদেহটি দেখে থানায় ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

ওসি জানান, উদ্ধারকৃতের পরনে খাকি কালারের একটি হাফপ্যান্ট ছিল। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তে সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করবেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর