২৫ এপ্রিল, ২০২৩ ১৬:০৪

সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুইটি মাদক মামলার প্রত্যেকটিতে রোকসানা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে মামলা দুটিতে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রোকসানা বেগম সিরাজগঞ্জ জেলা শহরের মাহমুদপুর এলাকার ২ নং গলি মহল্লার মৃত নুরুল ইসলাম মোহনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল হাসান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট দুপুরে মাহমুদপুর এলাকায় রোকসানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে এঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষে মোট ১১ জনের দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে রোকসানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অন্যদিকে, ২০১৭ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৩ গ্রাম হেরোইন এবং ১৫০টি ইয়াবাসহ তাকে আটক করে। এঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষের মোট ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে বিচারক রায় প্রদান করে। এ মামলাতেও যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর