কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় সাব্বির মিয়া (২৩) নামে একজনকে ৪৪৮ বোতল ফেনসিডিলসেহ গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কাশিনগর লিচু বাগান এলাকার আবু সায়েদ মিয়ার ছেলে। বর্তমানে ভৈরবের পঞ্চবটি এলাকায় থাকেন তিনি ।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার সাব্বির মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ