২৬ এপ্রিল, ২০২৩ ১৬:৩৯

নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে আলোচনা সভা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে আলোচনা সভা

‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ স্লোগানে নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন, পরিবেশ বান্ধব বিভিন্ন সংগঠন, পুলিশ, মটরযান শ্রমিক নেতা ও জন প্রতিনিধিসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। 

সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের সঞ্চালনায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি সুস্থ থাকতে সকলের সচেতনতার  প্রয়োজন রয়েছে। শুধুমাত্র সার্টিফিকেটধারী শিক্ষিত হলে চলবে না। মানুষকে আচরণগতভাবে অনেক বেশি শিক্ষিত হতে হবে। নিজের জন্য অন্যের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা ভাবতে হবে। এর জন্য সমন্বিত উদ্যোগ নিতে জনপ্রতিনিধি, মটরযান মালিক শ্রমিক, পুলিশসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে উচ্চস্বরে যাতে কোনো সভা সেমিনারে কেউ বিরক্ত না হন, সেটিও আয়োজকদেরকেই দায়িত্ব সহকারে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, গান-বাজনা করা যাবে তবে সেটি অন্যকে বিরক্ত করে নয়। প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করছে। কিন্তু নিজ থেকে সচেতন হলে মোবাইল কোর্টের প্রয়োজন পড়ে না। দিবসটি এ জন্যই পালন করা প্রয়োজন যাতে মানুষের মাঝে সচেতনতাবোধ সৃষ্টি হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর