২৭ এপ্রিল, ২০২৩ ১৭:৩০

ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা

ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীর সাথে অভিমান করে সাথী ইসলাম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। নিহত সাথী ওই গ্রামের অটোচালক মোস্তাফা কামালের স্ত্রী। খবর পেয়ে পুলিশ নিহতের মরহদেহ উদ্ধার করে আখাউড়া থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে। 

আখাউড়া থানা ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঈদের পরে সাথী তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য স্বামী কারছে বায়না ধরে। কিন্তু এসময় যাত্রী বেশি থাকায় পরে নিয়ে যাওয়ার কথা বলে অটোচালক স্বামী। এরইমধ্যে একদিন ঘুরতে নিয়ে যায়। কিন্তু তাতে সাথী খুশি ছিল না। বুধবার দিবাগত রাত ১২টার দিকে মোস্তাফা কামাল বাড়িতে ফিরে এলে তার স্ত্রী তাকে অন্য ঘরে ঘুমাতে বলে। ঘরের দরজা না খোলায় মোস্তাফা কামাল তার ভাতিজার সাথে অন্য ঘরে ঘুমায়। সকাল ৬টার দিকে স্ত্রীকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, গত ৩ বছর আগে মোস্তাফা কামাল ও নারায়নগঞ্জ জেলার সাথী ইসলামের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর