পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেককে বরণ এবং সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল সোহায়েল আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকালে বন্দরের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় দু'জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যানকে মিডিয়াবান্ধব উপাধিতে ভূষিত করেন এবং নতুন চেয়ারম্যানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
গত ১২ এপ্রিল পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদকে বদলী করে চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান করা হয়। আর বিআইডব্লিউটি এর চেয়ারম্যান গোলাম সাদেককে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।বিডিপ্রতিদিন/কবিরুল