নোয়াখালীতে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে l নোয়াখালী আইনজীবী সমিতির হল রুমে শুক্রবার সকালে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানাl এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বিভিন্ন বিচারক ও পুলিশ কর্মকর্তা, আইনজীবীবৃন্দ l
প্রধান অতিথি জেলা জজ গরিব অসহায় সাধারণ মানুষকে সহায়তা দেওয়ার জন্য আইনজীবীসহ সকলকে আহ্বান জানান এবং জাতীয় আইন সহায়তার সুযোগ নেওয়ার আহ্বান জানান।বিডিপ্রতিদিন/কবিরুল