২৮ এপ্রিল, ২০২৩ ১৯:৩৯

গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করেছে। দিবসের শুরুতে শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম গাজীপুর আদালত প্রাঙ্গণে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালীতে অন্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) শামীমা আফরোজ, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: কায়সারুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আহছান উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, জিপি আমজাদ হোসেন বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

র‌্যালী শেষে জজশীপের সম্মেলন কক্ষে গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জজশীপের ও ম্যাজিস্ট্রেসী সকল বিচারকবৃন্দ, সিনিয়র আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জানানো হয়, ২০২২ সাল থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত গাজীপুর লিগ্যাল এইড অফিসে মোট ৮৬৩ টি আবেদন গ্রহণ করা হয়েছে, গাজীপুর লিগ্যাল এইড অফিস থেকে আইনি পরামর্শ সেবা প্রদান করা হয় ১০৬০ জনকে, এডিআর ভাবে নিষ্পত্তি করা হয় মোট ১৩৯টি, মোট অর্থ আদায় হয়  ৪৬ লাখ ৩৬ হাজার ৬৮ টাকা। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর