ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ভৈরবা রোডের নোয়ানি পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী পেশায় একজন গার্মেন্সকর্মী ও এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোশারফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জিন্নানগর বাজার থেকে মোটরসাইকেলযোগে হাসান বাড়ি ফিরছিল। ওই সময় ভৈরবা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সাথে তার মোটরসাইকেলটি ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকিয়ে পড়ে যায় হাসান। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন।বিডি প্রতিদিন/এএম