রংপুর নগরীর সাতমাথা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রংপুর জিআরপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর মুসলিম পাড়া এলাকার নিজাম উদ্দিনের পুত্র রনি মিয়া (৪৫) সাতমাথা রেল ক্রসিংয়ের ২০০ গজ দূরে রেল লাইন পার হচ্ছিল। এসময় পার্বতিপুর থেকে ছেড়ে বুড়িমারীর উদ্দেশ্যে যাওয়ার পথে কমিউটার এল আর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি পেশায় একজন কসাই ছিলেন।
রংপুর রেলওয়ে জিআরপির ইনচার্জ আব্দুর রহিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম