গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শপথ নেয়া চেয়ারম্যানগণ হলেন- লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর হোসেন কালু, হরিদাশপুর ইউনিয়নের ইলিয়াস হোসেন, দূর্গাপুর ইউনিয়নের নাজিব আহম্মেদ, রঘনাথপুর ইউনিয়নের শেখ মঞ্জুর, বোড়াশী ইউনিয়নে লিমন আহমেদ এবং গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এএম